পাকিস্তানের জনপ্রিয় টকশো উপস্থাপক আমির লিয়াকত আর নেই

Looks like you've blocked notifications!
পাকিস্তানের জনপ্রিয় টকশো উপস্থাপক ও সাবেক এমএনএ আমির লিয়াকত হুসাইন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় টকশো উপস্থাপক ও সাবেক এমএনএ আমির লিয়াকত হুসাইন (৫০) মারা গেছেন। পাকিস্তানের ডন ও জিও টিভি অনলাইন এ তথ্য জানায়।

করাচির খুদান কলোনিতে নিজ বাড়িতে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আমির লিয়াকতের মৃত্যু হয় বলে ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

গতকাল বুধবার রাতে বুকে ব্যথা উঠলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান পাকিস্তানের জনপ্রিয় ব্যক্তিত্ব আমির লিয়াকত হুসাইন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের টিকেটে তিনি এমএনএও নির্বাচিত হয়েছিলেন।

পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে সাবেক এমএনএ আমির লিয়াকতের মৃত্যুর খবর পেয়ে বিকেল ৫টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার রাজা পারভেজ আশরাফ।

ব্যক্তিজীবনে তিন বার বিয়ে করেছিলেন আমির লিয়াকত হুসাইন। সর্বশেষ গত মাসে তৃতীয় স্ত্রী দানিয়া শাহ তাঁকে ডিভোর্স দেন।

রাজনীতিবিদ শেখ লিয়াকত হুসাইন ও কলামিস্ট মাহমুদা সুলতানা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন আমির লিয়াকত হুসাইন। ২০০১ সালে জিও টিভিতে উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেন আমির। ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি।

মুত্তাহিদা কওমি মুভমেন্টের হয়ে ২০০২ সালে করাচি থেকে এমএনএ নির্বাচন করেন আমির লিয়াকত হুসাইন। ভোটে জিতে শওকত আজিজের মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী হন তিনি। পরে ২০১৮ সালে করাচির একই আসন থেকে পিটিআইয়ের টিকেটে নির্বাচন করে জয়লাভ করেন।