পাকিস্তানে মঙ্গলবার ঈদ

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

পাকিস্তানের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি আজ রোববার সন্ধ্যার পর বৈঠকে এ সিদ্ধান্ত জানিয়েছে। জিও টিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার ইসলামাবাদে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের আকাশে কোথাও পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ৩ মে পবিত্র ঈদুল ফিতর।’

পাকিস্তানের আবহাওয়া অফিস জানায়, দেশটিতে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হতে হলে চাঁদের স্থায়িত্ব হতে হবে অন্তত ১৯ ঘণ্টা। কিন্তু আজকের চাঁদের স্থায়িত্ব ছিল ১৭ ঘণ্টা।

দেশটির আবহাওয়া অফিস গতকালই জানিয়েছিল, আজ রোববার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

যদিও পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান ও আফগানিস্তানে গতকাল শনিবার চাঁদ দেখার পর আজ রোববার পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।

অন্যদিকে, সৌদি আরব, কাতার, আরব আমিরাতসহ বহু আরব দেশ আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে।

এদিকে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর আজ রোববার জানানো হয়েছে, দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। অতএব দেশে আগামী মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।