পাকিস্তান পরবর্তী শ্রীলঙ্কা হতে যাচ্ছে : ইমরান খান

Looks like you've blocked notifications!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ছবি : সংগৃহীত

মুদ্রাস্ফীতি আবারও বাড়তে যাচ্ছে এবং এর ফলে পাকিস্তান পরবর্তী শ্রীলঙ্কা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের সংবাদপত্র ডন এর অনলাইনের খবরে আজ সোমাবর এমনটি জানানো হয়।

রোববার দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওবার্তায় দলের নেতাকর্মীদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘আমি আপনাদের নিজেদের স্বার্থেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলাম। মুদ্রাস্ফীতির কারণে দিনমজুর, কৃষক ও শ্রমিকেরাসহ দরিদ্র শ্রেণির সবাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’

ভিডিওবার্তায় মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতির প্রতিবাদে পাকিস্তানের জনগণকে আবারও রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আগ পর্যন্ত এই বিক্ষোভ প্রতিবাদ চলবে। আমরা শুধু নির্বাচন চাই না, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’

ইমরান খান বলেন, ‘পিটিআই সরকার পেট্রোল ও ডিজেলের দাম সামান্য কয়েক রুপি বাড়িয়েছিল। কিন্তু বর্তমান শাসক সরকার ১০০ রুপিরও বেশি বাড়িয়েছে।’

ইমরান খান আরও বলেন, ‘আমরাও আইএমএফের পক্ষ থেকে দাম বাড়ানোর পরামর্শ পেয়েছিলাম, কিন্তু আমরা তো মাত্র ১০ রুপি করে বাড়িয়েছিলাম। আমরা রেমিটেন্স ৩১ বিলিয়ন মার্কিন ডলারে এবং রপ্তানি ৩২ বিলিয়ন ডলারে নিয়েছি। এরপরও মীর জাফর ও মীর সাদিক ষড়যন্ত্র করে অর্থনীতির ক্ষতি করেছে।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিরপেক্ষ পক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, এখন ক্ষমতায় নতুন কাউকে আনার সঠিক সময় নয়। তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না।’