পাম তেলের রপ্তানি বন্ধে আন্তর্জাতিক চাপে ইন্দোনেশিয়া

Looks like you've blocked notifications!
দেশের বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইন্দোনেশিয়ার সরকারি কর্তৃপক্ষ বলছে। ছবি : রয়টার্স

পাম তেলের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক চাপের মুখে পড়তে যাচ্ছে। এ সিদ্ধান্তের প্রভাবে ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ অনেক দেশে খাদ্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে সোমবার এমনটি বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার সরকার বলছে, দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রপ্তানিকারী দেশ ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধ করায় অনেক দেশেই ভোজ্যতেলের বাজার চড়া হয়ে গেছে। উৎপাদন কম হওয়া, ইউক্রেন যুদ্ধ ও কোভিড-১৯ মহামারির কারণে শ্রমিক সংকট, এসব কারণে সরবরাহ কমে গেছে।

এখন পর্যন্ত কোনো দেশ যদিও আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে অভিযোগ জানায়নি। তবে নেপথ্যে অনেক দেশের কর্তাব্যক্তিরাই দেশটির সঙ্গে বিশেষভাবে যোগাযোগ রাখছেন।

সিঙ্গাপুরের এস রাজারত্নাম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অ্যাডজাঙ্কট ফেলো জেমস গিল্ড আলজাজিরাকে বলেন, ‘কোনো সন্দেহ নেই, অচিরেই আনুষ্ঠানিক অভিযোগ আসবে। কিছুদিন পর বালিতে জি-২০ জোটের সম্মেলন হওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে অভিযোগ জানানো হতে পারে।’

গত ২২ এপ্রিল পাম তেল রপ্তানি বন্ধের ঘোষণা দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। দেশটিতে ভোজ্যতেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়ে যাওয়ার পর সাময়িক পদক্ষেপ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নেন।