পুতিনের কথিত বান্ধবীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Looks like you've blocked notifications!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও এলিনা মারাতোভনা কাবায়েভা। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী এলিনা মারাতোভনা কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় রুশ অভিজাতদের ওপর বাইডেন প্রশাসনের সর্বশেষ পদক্ষেপের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার অভিজাত নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র বিধিনিষেধ আরোপ করছে। পুতিনের কথিত বান্ধবী এলিনার ওপর মঙ্গলবার এ বিধিনিষেধ আরোপ করা হয়। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, রুশ সরকারের নেতা, কর্মকর্তা, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পরিষদের সদস্য হওয়ায় এলিনার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার নেতার সঙ্গে তিনি ‘রোমান্টিকভাবে’ জড়িয়ে আছেন।

এতে আরও বলা হয়, পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সি এলিনার ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে। তিনি রাশিয়ার নিম্নকক্ষ দুমার সাবেক সদস্য এবং ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম ন্যাশনাল মিডিয়া গ্রুপের বর্তমান প্রধান।