পুরুষ অভিভাবক ছাড়াই নারীরা উমরাহ পালন করতে পারবেন

Looks like you've blocked notifications!
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবায় নামাজরত মুসল্লিরা। ছবি : রয়টার্স

এবার পুরুষ অভিভাবক অর্থাৎ ‘মাহরাম’ ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা পবিত্র উমরাহ পালন করতে পারবেন। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালে মূলত আনুষ্ঠানিকভাবে মাহরাম ছাড়াই নারীদের উমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। তবে এ ক্ষেত্রে শর্ত হচ্ছে, ওই নারীকে অবশ্যই একটি গোষ্ঠী বা জনসমষ্টির সঙ্গী হিসেবে যেতে হবে। একাকী হলে তার অনুমতি মিলবে না।

নভেল করোনাভাইরাসের প্রকোপের ফলে গত বছর সীমিত পরিসরে হজ ও উমরাহ পালন করা হয়।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে হজ ও উমরাহ’র জন্য আবেদন করতে নারীদের আংশিক টিকাপ্রাপ্ত হতে হবে। অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে। কোনো বড় ধরনের রোগাক্রান্ত হওয়া যাবে না।

সৌদি আরবে অবস্থানরতদের ক্ষেত্রে গত পাঁচ বছরে যারা হজ করেননি তারা এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

নারীদের মাহরাম ছাড়াই উমরাহ পালনের অনুমতি দেওয়ার পদক্ষেপের বিষয়টি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সামাজিক সংস্কারমূলক নানাবিধ কার্যক্রমের অংশ। তেলনির্ভর অর্থনীতি থেকেও বেরিয়ে আসতে চান মোহাম্মদ বিন সালমান।

এর আগে মাহরাম ছাড়াই সৌদি আরবে গাড়ি চালানো এবং সৌদি নারীদের মাহরাম ছাড়া বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়ার সিদ্ধান্তও নেন সৌদি আরবের ক্ষমতাধর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।