পুলিশ হেফাজতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতিষ্ঠাতার ভাইয়ের মৃত্যু

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রজুড়ে ঝড় তোলা আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটারের’ অন্যতম প্রতিষ্ঠাতা প্যাট্রিস কালারসের পরিবারের এক সদস্য কিনান অ্যান্ডারসন লস এঞ্জেলেসে পুলিশ হেফাজতে মারা গেছেন। ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রজুড়ে ঝড় তোলা আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটারের’ অন্যতম প্রতিষ্ঠাতা প্যাট্রিস কালারসের পরিবারের এক সদস্য কিনান অ্যান্ডারসন লস এঞ্জেলেসে পুলিশ হেফাজতে মারা গেছেন।

বিবিসি জানিয়েছে, অ্যান্ডারসনকে (৩১) গ্রেপ্তারে পুলিশ বারবার টেইজার গান ব্যবহার করেছে; পেশায় শিক্ষক অ্যান্ডারসন তাতে বাধা দেওয়ারও চেষ্টা করেছিলেন। এর কয়েক ঘণ্টা পর সান্তা মনিকা হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ৩ জানুয়ারি অ্যান্ডারসন ও পুলিশের মধ্যে কী কী হয়েছিল, সে সংক্রান্ত বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে লস এঞ্জেলেস পুলিশ। তাতে গ্রেপ্তারের মুখে থাকা অ্যান্ডারসনকে সাহায্য চেয়ে কাতর অনুরোধ করতে দেখা গেছে। এক পর্যায়ে তাকে ‘এরা (পুলিশ) আমাকে জর্জ ফ্লয়েডের মতো মারার চেষ্টা করছে’ বলতেও শোনা যায়।

২০২০ সালের মে মাসে মিনেসোটার মিনেপোলিসে এক পুলিশ সদস্যের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বজুড়েও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।

অ্যান্ডারসন ওয়াশিংটন ডিসিতে থাকতেন, তিনি লস এঞ্জেলেসে বেড়াতে এসেছিলেন। তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনও জানানো হয়নি।

অ্যান্ডারসনের পাশাপাশি জানুয়ারির শুরুতে লস এঞ্জেলেস পুলিশের হাতে আরও এক কৃষ্ণাঙ্গ ও এক বাদামি বর্ণের মানুষের মৃত্যু হয়েছে।

টাকার স্মিথ (৪৫) ও অস্কার সানচেজ (৩৫) দুজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

লস এঞ্জেলেসের মেয়র কারেন বাস এসব ঘটনাকে ‘খুবই উদ্বেগজনক’বলে অভিহিত করেছেন। পুলিশ বলেছে, তারা এ তিনজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখছে।