পুড়ে ছাই গ্রিসের সবচেয়ে বড় শরণার্থী শিবির

Looks like you've blocked notifications!
আগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে গ্রিসের সবচেয়ে বড় শরণার্থী শিবির। ছবি : রয়টার্স

আগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে গ্রিসের সবচেয়ে বড় শরণার্থী শিবির। লেসবোস দ্বীপে ঘনবসতিপূর্ণ শরণার্থী ক্যাম্প মরিয়া ফ্যাসিলিটির সেই শরণার্থীদের এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। আগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ওই শরণার্থী শিবিরে প্রায় ১৩ হাজার অভিবাসী ছিলেন, যা শিবিরটিতে ধারণক্ষমতার চারগুণের চেয়েও বেশি। অগ্নিকাণ্ডের পর তাঁদের সরিয়ে নেওয়া হয়। 

করোনাভাইরাস সম্পর্কিত বিধি-নিষেধের বিরুদ্ধে চলা অভিবাসীদের বিক্ষোভস্থল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ দাবি এখনো প্রমাণিত হয়নি।

লেসবোসের ডেপুটি গভর্নর আরিস হাতিজিকোমনিনোস স্থানীয় রেডিওকে বলেছেন, অগ্নিকাণ্ডে শরণার্থী শিবিরটি সম্পূর্ন ধংস হয়ে গেছে।