পেনসিলভানিয়ায় রিপাবলিকানদের মামলা খারিজ

Looks like you've blocked notifications!
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় ৮১ হাজার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট স্থানীয় সময় গতকাল শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন সেখানকার নিম্ন আদালত। প্রতিনিধি পরিষদের সদস্য মাইক কেলি ও কয়েকজন রিপাবলিকান সদস্য ভোটের আনুষ্ঠানিক স্বীকৃতি বন্ধে মামলাটি করেন। সংবাদমাধ্যম সিএনএনের খবরে এসব জানানো হয়েছে।

ডাকযোগের ভোট বাতিলের দাবিতে ও ভোট জালিয়াতির অভিযোগে ট্রাম্প শিবিরের করা বেশ কয়েকটি মামলা একের পর এক খারিজ হয়ে গেল। এ কারণে ভোটের ফলাফল পাল্টে ট্রাম্পের পক্ষে যাওয়ার সম্ভাবনা একেবারেই ফিকে হয়ে গেছে।

নিম্ন আদালতের সাত বিচারকের মধ্যে পাঁচজনের মতামতে বলা হয়, সব কাউন্টির ফলাফলের স্বীকৃতি দেওয়া হয়ে গেলেও এটি বন্ধ করা সম্ভব ছিল, কিন্তু অভিযোগই আদতে ভিত্তিহীন হয়ে গেছে।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন প্রায় ৮১ হাজার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং এরই মধ্যে সব কাউন্টির ভোটের ফলাফলের স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগে নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ট্রাম্প যে অভিযোগ করেছিলেন ফেডারেল আদালত তা খারিজ করে দেন।

যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ট্রাম্প অব্যাহতভাবে অভিযোগ করে আসছেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে বললেও তিনি তাঁর এ অভিযোগ থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।

নির্বাচনে বাইডেন ৩০৬টি এবং ট্রাম্প ২৩২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। নির্বাচনে জেতার জন্যে কোনো প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।