পেরুতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৪

Looks like you've blocked notifications!
পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। ছবি : রয়টার্স

পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৬০ যাত্রী ছিলেন।

যাত্রীদের মধ্যে হাইতির অজ্ঞাতসংখ্যক নাগরিক ছিলেন। শনিবার (২৮ জানুয়ারি) বাসটি পাহাড়ি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর এএফপির।

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের সংখ্যা কত, তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পেরুর পিউরা প্রদেশের এই দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন বলে প্রথমে জানানো হয়। পরে প্রাণহানির সংখ্যা সংশোধন করা হয়।

পুলিশ বলছে, কোরিয়ানকা ট্যুরস কোম্পানির বাসটি পেরুর রাজধানী লিমা থেকে টুম্বেস শহরে যাচ্ছিল। এটি ইকুয়েডর সীমান্তবর্তী শহর। পথে ওরগানস শহরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে একটি বিপজ্জনক স্থানে। স্থানটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।