পোল্যান্ডে নামল মার্কিন যুদ্ধবিমান এফ-১৫

Looks like you've blocked notifications!
পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার অচলাবস্থা নিয়ে উত্তেজনার মধ্যে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি শক্তিশালী করতে পোল্যান্ডে পৌঁছেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান।

বৃহস্পতিবার পোল্যান্ডের লাস্ক শহরের বিমানঘাঁটিতে যুদ্ধবিমানগুলো অবতরণ করেছে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্ল্যাশজাক একথা জানিয়েছেন। তবে কতগুলো যুদ্ধবিমান ঘাঁটিতে নেমেছে তা জানাননি তিনি।

ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে এর মধ্যেই সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর ধারাবাহিকতায় সেখানে মার্কিন যুদ্ধবিমান পাঠানো হল। খবর রয়টার্সের।

পোল্যান্ডের সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে সফরও করছেন। এর মধ্যেই মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান পৌঁছানোর কথা এক টুইটে জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি লেখেন, ‘লাস্ক শহরের বিমান ঘাঁটিতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান এসে পৌঁছেছে। এগুলো ন্যাটোর পূর্বাঞ্চলীয় বিমান টহল মিশনকে সহায়তা করবে।’

পোল্যান্ডের পাশাপাশি ইউক্রেনকে ঘিরে থাকা বাল্টিক দেশগুলোতেও মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

এর আগে সোমবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ঘোষণা দিয়ে জানান, পোল্যান্ডে ৩৫০ ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে। এরপর বৃহস্পতিবার তিনি জানান, পূর্ব ইউরোপে মিত্র দেশগুলোকে সহায়তা করতে লন্ডন আরও সেনা পাঠাবে।