প্যারিসে কাতার দূতাবাসে হামলায় নিরাপত্তারক্ষী নিহত

Looks like you've blocked notifications!
ফ্রান্সের প্যারিসে অবস্থিত কাতার দূতাবাসে হামলায় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে অবস্থিত কাতার দূতাবাসে হামলায় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রের বরাতে সোমবার স্থানীয় সংবাদপত্র লে প্যারিসিয়েন ওই নিরাপত্তা কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানানো হয়েছে, নিহত ওই ব্যক্তি একজন নিরাপত্তা প্রহরী ছিলেন। সোমবার ভোররাতের দিকে তাঁকে খুন করা হয়। তবে, এ হত্যাকাণ্ডকে কোনো সন্ত্রাসবাদী কাজের অংশ হিসেবে মনে করছেন না তদন্ত সংশ্লিষ্টরা।

প্রসিকিউটর কার্যালয় থেকে বলা হয়েছে, হত্যার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে, হত্যায় কয়টি অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি প্রসিকিউটর কার্যালয়।

প্রসিকিউটরের কার্যালয় থেকে আরও বলা হয়েছে, ‘ওই নিরাপত্তারক্ষীর হত্যার কারণ এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি।’