প্যারিসে পুলিশ ও কোভিড বিধিনিষেধ বিরোধীদের মধ্যে সংঘর্ষ
প্যারিসে স্থানীয় সময় গতকাল শনিবার কোভিড-১৯-এর বিধিনিষেধ এবং টিকা কর্মসূচির বিরোধীদের বিক্ষোভে সংঘর্ষ বাধলে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ব্যবহার করেছে ফ্রান্সের দাঙ্গাপুলিশ। টেলিভিশনের খবরের বরাত দিয়ে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
টেলিভিশনে দেখা যায়—দুজন পুলিশবাহী একটি মোটরসাইকেল ফেলে দেন বিক্ষোভকারীরা। এরপর পুলিশ বিক্ষোভকারীদের রাজধানী প্যারিসের গারে সেইন্ট লাজারে রেল স্টেশনের দিকে ধাওয়া করে নিয়ে যায়।
এ ছাড়া টেলিভিশনের ছবিতে প্যারিসের রাস্তাগুলোতে প্রচুর পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। চ্যাম্পস এলিসিস এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
অন্যদিকে, ডানপন্থি রাজনীতিবিদদের ডাকা আরেক বিক্ষোভে কোভিড মোকাবিলায় নেওয়া সরকারি পদক্ষেপের বিরোধিতাকারীদের বহন করা ব্যানারে দেখা যায় লেখা রয়েছে—‘স্বৈরাচারিতা বন্ধ হোক’।
প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য শহর—মার্সেই, মন্টপেলিয়ের. নান্টেস ও টুলুসেও বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়।