প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার মধ্য দিয়ে কুয়েতে টিকাদান কার্মসূচি শুরু

Looks like you've blocked notifications!
করোনার টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। ছবি : সংগৃহীত

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার মধ্যে দিয়ে দেশটিতে কোভিড টিকাদান কার্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার কুয়েতে উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। খবর গালফ বিজনেসের।

প্রধানমন্ত্রী ছাড়াও এদিন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের করোনার টিকা নিয়েছেন।

প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেওয়া হবে ভ্যাকসিন। চিকিৎসা পেশায় নিয়োজিতদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনে কাজকরাদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে ভ্যাকসিন। এ ছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেওয়া হবে।

কুয়েতে এরই মধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৪৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত ও ৯২৪ জনের মৃত্যু হয়েছে।