প্রায় এক মাস পর ফের জনসম্মুখে কিম জং উন

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রায় এক মাস পর ফের জনসম্মুখে এলেন। ছবি : রয়টার্স

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রায় এক মাস পর ফের জনসম্মুখে এলেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর এক প্রতিবেদনে বলা হয়, চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার নতুন একটি শহর গড়ে তোলা হচ্ছে। সেই শহর পরিদর্শনে যান আলোচিত এই নেতা।

দেশটির উত্তরাঞ্চলের আলপাইন শহর সামজিয়নকে বাণিজ্যিক শহরে ঢেলে সাজানো হচ্ছে যেটিকে কর্মকর্তারা বলছেন, ‘সমাজতান্ত্রিক ইউটোপিয়া’। নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, স্কি রিসোর্টসহ বাণিজ্যিক, সাংস্কৃতিক ও চিকিৎসার যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে এই শহরে। খবর রয়টার্সের।

শহরটি মাউন্ট পাইকতুরের কাছে অবস্থিত। একে একটি পবিত্র পর্বত হিসেবে মনে করে কিম জং-উনের পরিবার। এটি তার পরিবারের শিকড় বলে দাবি করা হয়। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত একাধিকবার পর্বতটি পরিদর্শন করেছেন কিম জং-উন।

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদনে আরও বলা হয়, করোনা মহামারি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে শহরটি ঢেলে সাজানোর কাজ থেমে যায়। এ বছরই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মূলত এটির ডিজাইন এবং তৃতীয় ও শেষ ধাপের কাজ দেখতেই কিম জং উন সেখানে যান।

তবে কবে কিম শহর পরিদর্শনে বের হয়েছেন তা স্পষ্ট করেনি কেসিএনএ। ৩৫ দিন আগে কিম জং উন এক প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন। ২০১৪ সালের পর এবারই দীর্ঘদিন ধরে গোপনীয়তা রক্ষা করে চলেন এই নেতা। প্রায়ই হদিস না মেলা কিম জং উনের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে নানা আলোচনার জন্ম দেয়।