প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত বাইডেনের

Looks like you've blocked notifications!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ফের লড়ার ঘোষণা আনুষ্ঠানিকভাবে না দিলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম এনবিসির বরাতে আজ সোমবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার পরিকল্পনার কথা আজ জানিয়েছেন বাইডেন। তবে, এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেই তাঁর।

এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে লড়ার পরিকল্পনা করছি...তবে, এখনও ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত নয়।’

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনকে সঙ্গে নিয়ে লড়ার কথা আগেই জানিয়েছিলেন কমলা হ্যারিস।

সূত্রের বরাতে এনবিসি বলছে, হোয়াইট হাউসের উপদেষ্টারা বাইডেনের নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছেন। এক সূত্র বলেছেন, ‘নির্বাচনে বাইডেনের প্রার্থী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’