ফজরের নামাজের সিজদায় মুসল্লির মৃত্যু

Looks like you've blocked notifications!
নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি

নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানের একটি মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বয়স্ক ওই মুসল্লি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

মৃত ওই মুসল্লির নাম তারিক আল রাশক। পেশায় একজন আইনজীবী এই মুসল্লি জর্ডানের রাজধানী আম্মানের আল হাজ আওয়াদ আল নুয়াইমাত মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন। পরে সিজদারত অবস্থায় তিনি মারা যান।

এদিকে নামাজ পড়া অবস্থায় মুসল্লির মৃত্যুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়েছে। সেখানে তারিক আল রাশকের জীবনের শেষ মুহূর্তের ছবি উঠে এসেছে। সিসিটিভি ফুটেজের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃদ্ধ ওই মুসল্লি মসজিদে একাকী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। পরে সিজদারত অবস্থায় মারা যান তিনি।

তারিক আল রাশকের মৃত্যুর এই ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য বহু মানুষ প্রার্থনা করেছেন। অনেকেই এই মুসল্লির রুহের মাগফিরাত এবং জান্নাতে স্থান দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।