ফাইজারের করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল বাহরাইন

Looks like you've blocked notifications!

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বলে জানা গেছে। তবে জরুরি প্রয়োজনে টিকাটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। বার্তা সংস্থা এএফপির খবরেও বাহরাইনের টিকা অনুমোদনের কথা জানানো হয়েছে।

এর আগে গত বুধবার যুক্তরাজ্য ফাইজার ও বায়োএনটেকের টিকাটি ব্যবহারের অনুমতি দেয়।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ও জার্মানির জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক যৌথভাবে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে। কোম্পানিটির দাবি, তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর।

কবে নাগাদ করোনার টিকা প্রয়োগ শুরু হবে, কিংবা কী পরিমাণ টিকা কেনা হয়েছে, তা জানায়নি বাহরাইনের স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিয়ে ফাইজার-বায়োএনটেক কর্তৃপক্ষও কিছু জানায়নি।