ফার্স্ট লেডিকে নিয়ে দখলমুক্ত অঞ্চলে আজারবাইজানের প্রেসিডেন্ট

Looks like you've blocked notifications!
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ (বামে) ও ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা। ছবি : সংগৃহীত

তিন দশক পর আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা অঞ্চলগুলোতে প্রথমবারের মতো সফরে গেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সোমবার প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা।

ইলহাম ও মেহরিবান দখলমুক্ত ফুজুলি ও জাবরাইল জেলা ঘুরে দেখেন। পাশাপাশি জেলা দুটির শহরেও সফর করেন। খবর আনাদুলু এজেন্সির।

দখলমুক্ত অঞ্চলগুলো ঘুরে দেখার কয়েকটি ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেন প্রেসিডেন্ট। তিনি গাড়ি চালিয়ে এসব এলাকা সফর করেন। মূলত ওই জেলা দুটি ইরান ও আরাস নদীর সীমান্তবর্তী।

তুর্কি সামরিক সহায়তা নিয়ে কারাবাখ যুদ্ধে দৃশ্যত বিজয়ী হওয়ার পর এমনিতেই উচ্ছ্বসিত আজেরিরা। যুদ্ধ জয়ের পর তুরস্ক ও নিজ দেশের পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে আসেন আজারবাইজানের সাধারণ মানুষ।

এদিকে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের পর নিজ দেশে চাপের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তাঁর পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভের ঘটনাও ঘটেছে। সমালোচনার মুখে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী।