ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কিংবদন্তি বক্সার ম্যানি প্যাকুইয়াও

Looks like you've blocked notifications!
ফিলিপাইনের বর্তমান সিনেটর ও কিংবদন্তি বক্সার ম্যানি প্যাকুইয়াও। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন দেশটির কিংবদন্তি বক্সার ও বর্তমান সিনেটর ম্যানি প্যাকুইয়াও। রোববার ম্যানি প্যাকুইয়াও বলেছেন, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন তিনি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে র‌্যালি করেছেন ম্যানি প্যাকুইয়াও। সেখানে তিনি চীনের সঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতের সম্পর্ককে ‘আরামদায়ক’ বলে মন্তব্য করেন। এরপরই প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন।

দলের জাতীয় সম্মেলনের সময় রাজনৈতিক মিত্রদের কাছ থেকে মনোনয়ন গ্রহণ করেন ৪২ বছর বয়সী এই বক্সার। তাঁকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দলের একটি অংশ পিডিপি-লাবন।

ম্যানি প্যাকুইয়াও বলেন, ‘আমি একজন যোদ্ধা। রিংয়ের ভেতর ও বাইরে আমি সবসময় যোদ্ধা থাকব।’

সর্বকালের অন্যতম সেরা বক্সারদের মধ্যে অন্যতম ম্যানি প্যাকুইয়াও। আটটি ভিন্ন বিভাগে বৈশ্বিক শিরোপা জেতা বিশ্বের একমাত্র পুরুষ বক্সার তিনি।

অন্যদিকে, ফিলিপাইনের আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট দুর্তেতে।