ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ২৫

Looks like you've blocked notifications!
ফিলিপাইনে রোববার ঝড়ের ফলে সৃষ্ট বন্যায় জনদুর্ভোগ। ছবি: সংগৃহীত

ফিলিপাইনে গ্রীষ্মকালীন ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। পানিবন্দি আছেন অনেকে। বহু এলাকা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বছরের প্রথম গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় মেগি রোববার ফিলিপাইনে আঘাত হানে। এর আঘাতে লেয়টা প্রদেশের বেবে এলাকার একটি জায়গায় ভূমিধসে ২২ জনের প্রাণহানি ঘটে।

এতে দেশটির পূর্ব ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলের বহু মানুষ এখনও পানিবন্দি রয়েছে। বিভিন্ন এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

যদিও ঝড়ের পূর্বাভাস পেয়ে পূর্বাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে আশ্রয় নিয়েছেন।

দেশটির ওপর দিয়ে প্রতি বছর অন্তত ২০টি এমন ঝড় বয়ে যায়।