ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

Looks like you've blocked notifications!

ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের মধ্যাঞ্চল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। খবর সিএনএ-এর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত দুইটার পরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের মাসবেত প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার বা প্রায় ৭ মাইল গভীরে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হলে ক্ষয়ক্ষতি তুলনামূলক বেশি হয়। ফিলিপাইনে গত রাতের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানানো হয়নি; যদিও দেশটির সরকার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেনি।

মাসবেত প্রদেশের পুলিশপ্রধান রলি আলবানা বলেন, ‘আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ সবকিছু কেঁপে ওঠে। আমার ঘুম ভেঙে যায়। এটা বেশ শক্তিশালী ভূমিকম্প ছিল।’

ভূমিকম্পের সময় আলবানার মতো অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।