ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Looks like you've blocked notifications!
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। প্রতীকী ছবি

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, শনিবার লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪ টা ৪৮ মিনিটে এবং ১১৬ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।

এর কিছু সময় পর একই এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। 

ভূমিকম্পের মূল কেন্দ্রের কাছাকাছি এলাকা ক্যাটালাগান মিউনিসিপলিটির পুলিশ মেজর রনি অরেলানো বলেছেন, ‘ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। আমরা সতর্ক আছি।’

ফিলিপাইনের ভূমিকম্প সংস্থা বলেছে, তারা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেম বলছে, সুনামি হওয়ারও কোনো আশঙ্কা নেই। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান হওয়ায় ফিলিপাইন খুবই ভূকম্পপ্রবণ এলাকা। এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়।