ফ্রান্সের আল্পস পর্বতে তুষারধসে চার পর্বতারোহী নিহত

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

আল্পস পর্বতমালার ফ্রান্সের অংশে তুষারধসে চার পর্বতারোহী নিহত হয়েছেন। নিহত চারজনই ফ্রান্সের নাগরিক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে আজ রোববার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ল্ড ডারমানিন বলেন, ‘তুষারধরে আমাদের দেশের চার নাগরিক নিহত হয়েছেন।’

স্থানীয় সময় রোববার দুপুরের দিকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের মন্ট ব্ল্যাঙ্কের কাছে আরমানসেট হিমবাহে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন জেরার্ল্ড। উদ্ধার অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নিহতদের স্বজনদের সান্ত্বনা জানিয়েছেন তিনি।

এদিকে, তুষারধসের আগে ওই অঞ্চলের কন্টামাইন্স-মন্টজোই নামে একটি স্কি রিসোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, বিশাল এলাকা জুরে তুষারের প্রবাহ নিচের দিকে নেমে আসছে। ওই পোস্টে ওই অঞ্চলে থাকা পর্বত আরোহীদের সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানায় রিসোর্ট কর্তৃপক্ষ।

এদিকে, ওই এলাকায় ফের তুষারধস হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ফরাসি কর্তৃপক্ষ।