ফ্রান্সে ২১৭২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত

Looks like you've blocked notifications!
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে মাঙ্কিপক্সের টিকা দেওয়ার জন্য প্রস্তুত করছেন এক নারী স্বাস্থ্যকর্মী। ছবি : সংগৃহীত

ফ্রান্সে এ পর্যন্ত দুই হাজার ১৭২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্কো ব্রন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

আজ মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্কো ব্রন পার্লামেন্টে বলেন, মাঙ্কিপক্সের টিকা দেওয়া প্রথম কয়েকটি দেশের মধ্যে অন্যতম ফ্রান্স। এরই মধ্যে ৪২ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।

আড়াই লাখ মানুষকে দেওয়ার মতো টিকা ফ্রান্সের হাতে রয়েছে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী।