ফ্রান্সে ২৫ বছর বয়স পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে জন্মবিরতিকরণ সামগ্রী
২৫ বছর বয়স পর্যন্ত নারীদের বিনামূল্যে জন্মবিরতিকরণ সামগ্রী দেবে ফ্রান্স। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরন জানান, ২৫ বছর বয়স পর্যন্ত মেয়েদের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে এবং এ জন্য বছরে দুই কোটি ১০ লাখ ইউরো ব্যয় হবে।
২০২২ সালে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এমন সময় এই সিদ্ধান্ত নিল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার।
ফরাসি স্বাস্থ্যমন্ত্রী ভেরন দেশটির একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, মেয়েদের একটি অংশ জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করে না। এর মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো আর্থিক বিষয়। নারীরা আর্থিক কারণে তাদের সুরক্ষা নিশ্চিত করতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারছে না, এটি অগ্রহণযোগ্য।’
এখন পর্যন্ত ফ্রান্সে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাওয়ার বয়সসীমা ১৮ বছর। জানুয়ারি থেকে তা ২৫ বছর হতে যাচ্ছে।