বন্দুক সহিংসতা ঠেকাতে মার্কিন সিনেটে বিল পাস

Looks like you've blocked notifications!
বন্দুক সহিংসতা মোকাবিলায় একটি বিল পাস করেছে মার্কিন সিনেট। ছবি : সংগৃহীত

বন্দুক সহিংসতা মোকাবিলায় একটি বিল পাস করেছে মার্কিন সিনেট, যা দেশটিতে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আগ্নেয়াস্ত্র আইন হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিলটি পাস হয়।

কংগ্রেসের উচ্চকক্ষে চূড়ান্ত ভোটে ১৫ জন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সমর্থণ দেন। এতে ৬৫-৩৩ ভোটে বিলটি পাস হয়। বিলটি আইনে পরিণত করতে স্বাক্ষর করার জন্য এটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে পাঠানো হবে। তবে, এর আগে ভোটের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটেভে যাবে বিলটি। এবং এটি কয়েক দিনের মধ্যে সম্পন্ন হতে পারে। খবর বিবিসি ও সিএনএনের।

গত মাসে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে এবং টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক সহিংসতার পর বিলটি পাস করল সিনেট। এসব বন্দুক সহিংসতা ৩১ জন নিহত হয়।