বয়কট না করে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে হবে : জাতিসংঘে কাতারের আমির

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি : সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তালেবানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে গতকাল মঙ্গলবার আফগানিস্তানের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে কাতারের আমির বলেন, আফগানিস্তানকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। যদি তা না হয় তাহলে বিভক্তি বেড়ে যাবে। দোহায় অনুষ্ঠিত সমঝোতার ইতিবাচক ফলাফল দেখার জন্য যা যা করার প্রয়োজন, তার সবকিছু কাতার করবে।

কাতারের আমির বলেন, আফগানিস্তানের জনগণের মানবিক প্রয়োজন পূরণ করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক সমাধানের মাধ্যমে সেখানে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে।

২০ বছরের চেষ্টা ও বিপুল অর্থ ব্যয়ের পরও আফগানিস্তানে কোনো পরিবর্তন আসেনি। তাই তালেবানদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা ওপর জোর দেন কাতারের আমির। তাদের বয়কট করার পরিণামে বিভেদ-বিভক্তি বাড়বে বলেও মনে করেন তিনি। কেবল আলোচনাই ইতিবাচক ফলাফল দিতে পারে তাঁর বিশ্বাস।

‘তালেবানের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়াও গুরুত্বপূর্ণ,’ শেখ তামিম বিন হামাদ বলেন, ‘তাদের বয়কট করলে কেবল মেরুকরণ এবং প্রতিক্রিয়া হবে, যেখানে সংলাপ ফলপ্রসূ হতে পারে।’

ভাষণে কাতারের আমির সিরিয়া ও লিবিয়া প্রসঙ্গ টেনে বলেন, সিরিয়ায় বিস্তার ঘটা জঙ্গিবাদ মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বকে হুমকির মধ্যে ফেলেছে। সিরিয়ার জনগণের দুর্দশাকে অবজ্ঞা না করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।