বসনিয়ার জঙ্গলে বাংলাদেশিসহ কয়েকশ অভিবাসনপ্রত্যাশী

Looks like you've blocked notifications!
বসনিয়ার সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসা শহরের একটি জঙ্গলে আটকে পড়েছেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার চেষ্টায় থাকা অভিবাসনপ্রত্যাশীরা। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাওয়ার লক্ষ্য নিয়ে বের হওয়া কয়েকশ অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছেন বসনিয়ার একটি জঙ্গলে। এসব অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো ও আলজিয়ার্সের বাসিন্দা। বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বসনিয়ার সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসা শহরের একটি জঙ্গলের কাছে পরিত্যক্ত কারখানায় রয়েছেন তাঁরা। এ ছাড়া গতকাল বুধবার প্রচণ্ড শীতে ওই জঙ্গলে কার্ডবোর্ড, ডালপালা ও নাইলনশিট দিয়ে বানানো তাঁবুতে দেখা যায় তাঁদের।

সেখানে আরো দেখা যায়, অভিবাসনপ্রত্যাশীরা ঠাণ্ডার প্রকোপে তাঁবুর পাশে আগুন জ্বালিয়ে রেখেছেন এবং খাবার রান্না করছেন। কেউ কেউ জঙ্গলের পানিতে গা পরিষ্কার করছেন, কাপড় ধুচ্ছেন এবং ছাই দিয়ে দাঁত মাজছেন।

বাংলাদেশ থেকে যাওয়া মাহমুদ আবাল নামের এক অভিবাসনপ্রত্যাশী বলেন, ‘এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। কোনো ঘর নেই, পানি নেই, চিকিৎসা ব্যবস্থা নেই।’

ইউরোপীয় ইউনিয়ন তাদের অভিবাসন-সংক্রান্ত নীতিমালা আগের চেয়ে কঠোর করেছে। আর এ জন্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীরা বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন। তাঁরা ইউরোপের দেশগুলোতে ঢুকতে গিয়ে প্রায়ই ব্যর্থ হচ্ছেন।