বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত ১০, আহত ২০

Looks like you've blocked notifications!
ইরাকের রাজধানী বাগদাদে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। ছবি : রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ।

স্থানীয় সময় শনিবার পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র। খবর রয়টার্সের।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, একটি ফুটবল স্টেডিয়ামের কাছের একটি গ্যারাজে রাখা গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা ছিল। গ্যারাজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের বেশির ভাগই কিশোর। এসব কিশোর তাদের বাড়ির কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল।

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদে একটি গ্যারাজে থাকা গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। তবে ওই বিবৃতিতে ওই বিস্ফোরণের বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।