বার্ড ফ্লু : নেপালে মেরে ফেলা হলো হাজারো হাঁস-মুরগি

Looks like you've blocked notifications!
বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার হাঁস-মুরগি ও পাখিজাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে। ছবি : সংগৃহীত

নতুন করে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার হাঁস-মুরগি ও পাখিজাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে। দেশটির কৃষি ও পশুপাখিবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভির। 

বিবৃতিতে বলা হয়, নেপালের রাজধানীর তারকেশ্বর মিউনিসিপালিটি-৭ এলাকায় একটি ফার্মে এই ফ্লু শনাক্ত করার পর এক হাজার ৮৬৫টি হাঁস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগি ও ২৫টি টার্কি মুরগি মেরে ফেলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কেন্দ্রীয় প্রাণিসম্পদ গবেষণা পরীক্ষাগারে পিসিআর টেস্টে সংক্রমণটি নিশ্চিত করা হয়েছে।

পাখির অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য পোলট্রি ব্যবসায়ী ও কৃষকদের প্রতি অনুরোধ করেছে দেশটির মন্ত্রণালয়।