বাসযোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকা ১৩৭তম

Looks like you've blocked notifications!
বিশ্বের বাসযোগ্য নগরীর তালিকায় চতুর্থ সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঢাকা। ছবি : ফোকাস বাংলা

বিশ্বের বাসযোগ্য নগরের তালিকায় নিচের দিক থেকে চতুর্থ অবস্থানে নাম এসেছে ঢাকার। বিশ্বখ্যাত সাময়িকী ইকোনমিস্টের প্রতিষ্ঠান ইকনোমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের বার্ষিক র‍্যাঙ্কিংয়ে ৩৩ দশমিক ৫ পয়েন্ট নিয়ে ঢাকা এবার ১৩৭তম অবস্থানে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এসব তথ্য দেওয়া হয়েছে।

২০১৯ সালে ১৩৮তম ছিল ঢাকা। এর আগের বছর ২০১৮ সালে ছিল ১৩৯তম।

প্রতি বছর ১৪০টি শহরের বাসযোগ্যতা ও পরিবেশ পরিস্থিতি নিয়ে তালিকা প্রকাশ করে ইকনোমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট। তালিকায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে পেছনে ফেলে এবার শীর্ষস্থান দখল নিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড।

মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউন বা বিধিনিষেধে জীবনযাত্রায় স্থবিরতার প্রভাব এই তালিকায়ও পড়েছে।

বাসযোগ্য শীর্ষ ১০টি শহরের তালিকা

১. অকল্যান্ড (নিউজিল্যান্ড)
২. ওসাকা (জাপান)
৩. অ্যাডিলেড (অস্ট্রেলিয়া)
৪. ওয়েলিংটন (নিউজিল্যান্ড)
৫. টোকিও (জাপান)
৬. পার্থ (অস্ট্রেলিয়া)
৭. জুরিখ (সুইজারল্যান্ড)
৮. জেনেভার (সুইজারল্যান্ড)
৯. মেলবোর্ন (অস্ট্রেলিয়া)
১০. ব্রিসবেন (অস্ট্রেলিয়া)

বাসযোগ্যতায় সর্বনিম্ন ১০টি শহরের তালিকা

১৩১. কারাকাস (ভেনিজুয়েলা)
১৩২. দৌয়ালা (ক্যামেরুন)
১৩৩. হারারে (জিম্বাবুয়ে)
১৩৪. করাচি (পাকিস্তান)
১৩৫. ত্রিপোলি (লিবিয়া)
১৩৬. আলজিয়ার্স (আলজেরিয়া)
১৩৭. ঢাকা (বাংলাদেশ)
১৩৮. পোর্ট মোরেসবি (পাপুয়া নিউ গিনি)
১৩৯. লাগোস (নাইজেরিয়া)
১৪০. দামেস্ক (সিরিয়া)