বিটকয়েনে বেতন নেন যুক্তরাষ্ট্রের মায়ামির মেয়র

Looks like you've blocked notifications!
সুইজারল্যান্ডের ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলনে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

গত দুই মাসে ক্রিপ্টোকারেন্সির মূল্যমান ৪০ শতাংশ কমে গেছে। তারপরও এখন পর্যন্ত বিটকয়েনে নিজের পুরোটা বেতন নিচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের মেয়র ফ্রান্সিস সুয়ারেজ।

সুইজারল্যান্ডের ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলনে গতকাল মঙ্গলবার বক্তৃতায় এ কথা জানিয়েছেন মায়ামির মেয়র। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্রান্সিস সুয়ারেজ জানান, বিটকয়েনে বেতন নেওয়ার তালিকায় তিনি শুধু একা নন।

রিপাবলিকান এই মেয়র তাঁর শহর মায়ামিকে ক্রিপ্টোকারেন্সি ও প্রযুক্তি খাতের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। গত বছর তিনি নিজের বেতন বিটকয়েনে নেওয়ার ঘোষণা দেন।