বিভিন্ন দেশে গাঁজা রপ্তানি করবে রুয়ান্ডা

Looks like you've blocked notifications!
গাঁজা উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিল রুয়ান্ডা সরকার। ছবি সংগৃহীত

রাজস্ব আয় বাড়াতে গাঁজা উৎপাদন ও রপ্তানির অনুমোদন দিল রুয়ান্ডা সরকার। তবে শুধু চিকিৎসাক্ষেত্রে এ অনুমতি দিল পূর্ব আফ্রিকার দেশটি।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে উচ্চমাত্রার ভেষজ শস্য উৎপাদন, প্রক্রিয়া এবং রপ্তানি সম্পর্কিত নীতিমালা অনুমোদন দেয় রুয়ান্ডা সরকার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেনিয়েল এনগামিজে মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে ঘোষণা দিয়ে বলেন, গাঁজাকে ভেষজ শস্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কাঁচামাল সরবরাহের মাধ্যমে গবেষণা কেন্দ্র ও ওষুধ শিল্পে অবদান রাখতে চায় রুয়ান্ডা, যাতে আমরা অর্থ উপার্জন করতে পারি।’

এদিকে এক বিবৃতিতে রুয়ান্ডা ডেভেলপমেন্ট বোর্ড জানায়, শুধু অনুমোদিত উৎপাদকেরা গাঁজা রপ্তানিতে যুক্ত হতে পারবেন। তবে স্থানীয়ভাবে গাঁজার ব্যবহার নিষিদ্ধ থাকবে।

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গাঁজা উৎপাদন ও বিক্রি করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে রুয়ান্ডায়। এ ছাড়া গাঁজা সেবন করলে দুই বছর পর্যন্ত জেল হতে পারে।