বিরোধীদল হার মেনে নিলে বাইডেনকে অভিনন্দন জানাবে রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো নেতার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন, কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে এখনই অভিনন্দন জানাতে চাইছেন না তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে পুতিন বলেন, ‘আমেরিকানদের সমর্থন যে-ই পান না কেন, আমরা কাজ করব। কিন্তু সেই সমর্থন বিরোধী দলকে মানতে হবে; অথবা বৈধভাবে ফলাফল নিশ্চিত হতে হবে।’
যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রাথমিক ফলাফলে বাইডেন বিপুল ব্যবধানে জেতার পর অনেক দেশ অভিনন্দন জানালেও রাশিয়া চুপ রয়েছে। কিছুদিন আগে দেশটির পক্ষ থেকে বলা হয়, আইনি প্রক্রিয়া শেষ হলে তবে তারা এ বিষয়ে মন্তব্য করবে।
পুতিন এবার নিজেদের অবস্থান সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দিলেন, ‘এটা একটা আনুষ্ঠানিকতা। অন্য কোনো কারণ নেই।’
এই অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হবে কি না-এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘অবনতির আর কিছুই নেই। এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে!’
যুক্তরাষ্ট্রের নির্বাচনের অঙ্গরাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। অঙ্গরাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজের বৈঠকে চূড়ান্ত ফল জানানো হবে।
তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।