বিল গেটস করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
বিল গেটস। ফাইল ছবি

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বিল গেটস টুইটে

লিখেছেন, ‘আমার কোভিড শনাক্ত হয়েছে। আমার মৃদু উপসর্গ রয়েছে। এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সুস্থ না হওয়া পর্যন্ত সঙ্গনিরোধে থাকছি।’

আরেক টুইটে বিশ্বের অন্যতম এ ধনকুবের জানিয়েছেন, তিনি সৌভাগ্যবান, কারণ কোভিডের টিকা নিতে পেরেছেন। তিনি বুস্টার ডোজও নিয়েছেন এবং পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন বলেও

বিল গেটস কোভিড মহামারি মোকাবিলায় অবদান রাখছেন। তিনি গরিব দেশগুলোতে টিকা ও ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।