বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসের নমুনা সংগ্রহের পুরোনো ছবি রয়টার্স থেকে নেওয়া

বিশ্বজুড়ে করোনায় দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪৫ জন। এ সময়ে শনাক্ত হয়েছে তিন লাখ ২৪ হাজার ৪৬৩ জন।

আজ সোমবার (৯ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারস বলছে, বিশ্বজুড়ে নতুন মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ১৩ হাজার ৬৪৫ জনে। আর শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার ৪৩৭ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত ও প্রাণহানি হয়েছে জাপানে। দেশটিতে নতুন শনাক্তের সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫৩৮ জন এবং মারা গেছেন ৪০৭ জন। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৫২৬ জন এবং মারা গেছে আটজন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৪১১ জন। এ সময়ে দেশটিতে মারা গেছে ৩৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।