বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ১০ কোটি, মৃত্যু প্রায় ২৩ লাখ
বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে মারা গেছে ২২ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি মানুষ। এ ছাড়া সুস্থ হয়েছে সাত কোটি ৭০ লাখ মানুষ।
আজ শুক্রবার জন হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জন হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ৯৩৯ জন এবং মারা গেছে ২২ লাখ ৯৬ হাজার ৭৩১ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন সাত কোটি ৭০ লাখ ৬৪ হাজার ৭৬ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ২২ জন এবং মারা গেছে চার লাখ ৫৫ হাজার ৭৩৫ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৩ লাখ ৯৬ হাজার ২৯৩ জন, মারা গেছে দুই লাখ ২৮ হাজার ৭৯৫ জন এবং সুস্থ হয়েছে ৮৩ লাখ ৬৬ হাজার ১৯৭ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছে এক কোটি আট লাখ দুই হাজার ৫৯১ জন, মারা গেছে এক লাখ ৫৪ হাজার ৮২৩ জন এবং সুস্থ হয়েছে এক কোটি চার লাখ ৯৬ হাজার ৩০৮ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৬১ হাজার ২৪০ জন মারা গেছে। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ২৪৫ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ৪৮২ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন এক লাখ ১৭৭ জন, মারা গেছে চার হাজার ৮২০ জন এবং সুস্থ হয়েছে ৯৩ হাজার ৬০ জন।