বিশ্বে করোনায় এক দিনে আক্রান্ত ১৭ লাখের বেশি

Looks like you've blocked notifications!
নভেল করোনাভাইরাস শনাক্তের প্রতীকী ছবি।

বিশ্বে নভেল করোনাভাইরাসে শেষ ২৪ ঘণ্টায় ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এ সময়ে মারা গেছে আট হাজারের বেশি মানুষ।

এ পর্যন্ত বিশ্বে মোট ৪৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য থেকে সুস্থতা ফিরে পেয়েছে ৩৭ কোটি নয় লাখ ৭৮ হাজার ২২ জন। মোট মৃত্যু হয়েছে ৫৯ লাখ ৮৩ হাজার ৮১৪ জনের।

আজ বুধবার সকাল ৯টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের শেষ ২৪ ঘণ্টার তথ্য বলছে, বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ৭৪৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এদিন দুই লাখ ১৯ হাজার ২৩৭ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে। শনাক্তের দিক দিয়ে এর পরেই অবস্থান করছে অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ড, থাইল্যান্ড ও মেক্সিকো।

আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ায় ৯৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের ৭৬২ জন এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন। মোট ১৫ কোটি ৮০ লাখ ৪ হাজার ৬৫ জন আক্রান্তের দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯৬ লাখ নয় হাজার ৫২৪ জন। আর, করোনায় এখনও ভুগছে দুই কোটি ৫১ লাখ চার হাজার ৮৯৬ জন।

অস্ট্রেলিয়া করোনায় আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৫৯ জন। আর, মোট আক্রান্তদের মধ্যে ১২৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, আশঙ্কাজনক রোগীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে অবস্থান করছেন ভারত। সেখানে আট হাজার ৯৪৪ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে লড়ছে।