বিশ্বে করোনায় নতুন শনাক্ত ৫৩ হাজার

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের ছবি রয়টার্স থেকে নেওয়া

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ১৯ জনের শরীরে  করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৩০৬ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯১ হাজার ৬৮৮ জনে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৮৫৬ জনে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬ জন। মারা গেছেন ৩০ জন। একই সময়ে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত হাজার ২০ জন। মারা গেছেন ৫১ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।