বিশ্বে করোনায় মৃত্যু ৫০ লাখ ছাড়াল
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় মৃতের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের ২৪ কোটি ৭১ লাখ ২৩ হাজার ২১৩ জন এবং মোট মৃতের সংখ্যা ৫০ লাখ পাঁচ হাজার ৪০১ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৫১৪ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৪৬ হাজার ৯৮২ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ সাত হাজার ৯২২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৮ লাখ ১৪ হাজার ৯৬৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট তিন কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৮১৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫৮ হাজার ৪৩৭ জনে।
এদিকে গতকাল সোমবার দেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২১৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭০ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ০৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ২০২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ।