বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

বিশ্বে করোনাভাইরাসে দৈনিক শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দুই লাখের বেশি শনাক্ত হয়েছে,  একই সময় মারা গেছে ৮০৩ জন।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারস বলছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় দুই লাখ তিন হাজার ৮৯৭ জন। আর একই সময় মারা গেছেন ৮০৩ জন। এর আগের দিন শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৪৫৪ ও মৃত্যুর সংখ্যা ছিল ৬৯৭ জন। নতুন শনাক্ত মিলিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন। আর মারা গেছে ৬৭ লাখ ৩০ হাজার ৯৩৫ জন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।