বিশ্বে করোনা শনাক্ত ৯ কোটি ছাড়াল
বিশ্বজুড়ে নয় কোটিরও বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৯ লাখ ৩৬ হাজারের বেশি।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, বাংলাদেশ সময় রোববার রাত ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে মোট নয় কোটি এক লাখ ৭৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
মৃতের সংখ্যা ১৯ লাখ ৩৬ হাজার ৬৬৭ জন। তবে সুস্থ হয়ে ওঠেছেন ছয় কোটি ৪৫ লাখ ৫৮ হাজারের বেশি।
প্রথম থেকে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত হয়েছে দুই কোটি ২৭ লাখের মতো করোনা রোগী। মারা গেছে তিন লাখ ৮১ হাজারের বেশি মানুষ।
শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে করোনা রোগীর সংখ্যা এক কোটি চার লাখের বেশি। মারা গেছে দেড় লাখের বেশি মানুষ।
এরপরেই ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ৮০ লাখ ৭৬ হাজারের মতো। মৃতের সংখ্যা দুই লাখের বেশি।