বিশ্বে মোট সোয়া ৬৮ কোটি করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!
করোনার নমুনা পরীক্ষার প্রতীকী ছবি রয়টার্সের

বিশ্বে আজ মঙ্গলবার (১৪ মার্চ) পর্যন্ত মোট করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ৬৮ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ৯৪৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১২ হাজার ৭৮৫ জনের। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৪৬ লাখ ৭৭হাজার ৪২৪ জন। 

করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার দুপুর ১২টায় এই তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার  বলছে, শেষ ২৪ ঘণ্টায় বিশ্বের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় সব থেকে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সেখানে আজ ১১ হাজার ৪০৪জন শনাক্ত হয়। একই সময়ে মারা গেছে ছয়জন। এরপরেই আছে পাকিস্তান। তবে, শনাক্তের সংখ্যা মাত্র ৫৩।  

এদিকে, শেষ ২৪ ঘণ্টায় জার্মানিতে সুস্থ হয়েছে সব থেকে বেশি। সেখানে এই সময়ে মোট ২১ হাজার ৪০০ জন করোনা থেকে সুস্থ হয়েছে। দেশটিতে করোনার শুরু থেকে আজ পর্যন্ত মোট তিন কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫৩ জনের মধ্যে তিন কোটি ৭৮ লাখ ৮৯ হাজার ৫০০ জন সুস্থতা ফিরে পেয়েছে।

২০১৯ সালে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল। আর বাংলাদেশে পরের বছর ২০২০ সালের ৮ মার্চ প্রথম এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়।