বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Looks like you've blocked notifications!
ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আট জন মারা গেছেন। ছবি : সংগৃহীত

ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন জন।

গতকাল রোববার উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরে একটি জিপে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১১ যাত্রী। ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থ নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় জিপটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টু ডের।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত স্থানীয়রা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু, স্থানীয়দের তৎপরতা সত্ত্বেও হতাহত এড়ানো যায়নি। দুর্ঘটনায় নিহত হন গাড়িতে থাকা আট যাত্রী। বাকি তিন জন আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা অতিরিক্ত গতি থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।

মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি দুই লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।