বুস্টার ডোজে মৃত্যুহার ৯০ শতাংশ কম, ইসরায়েলের গবেষণা

Looks like you've blocked notifications!
কোভিড টিকা প্রদানের প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত

পূর্ণডোজ টিকা নেওয়া ব্যক্তির চেয়ে বুস্টার ডোজ নেওয়াদের মৃত্যুর হার ৯০ শতাংশ কম বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক গবেষণার বরাত দিয়ে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রচেলে ওয়ালেনস্কি এ খবর জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে দৈনিক করোনা ব্রিফিংয়ে ইসরায়েলের একটি গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে বুস্টার ডোজের কার্যকারিতার বিভিন্ন দিক তুলে ধরেন ড. রচেলে।

গবেষণার সময় ইসরায়েলে ডেলটা ভ্যারিয়্যান্টের প্রাধান্য ছিল। ইসরায়েলের ওই গবেষণার বরাতে সিডিসির পরিচালক জানান, কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দুই ডোজ বা পূর্ণডোজ টিকার তুলনায় দশগুণ সংক্রমণ কমিয়েছে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা ১৮ গুণ কমিয়েছে আর ৪০ থেকে ৫৯ বছর বয়সীদের বেলায় তা ২২ গুণ। এ ছাড়া যারা পূর্ণডোজ টিকাপ্রাপ্তের চেয়ে মৃত্যুহার ৯০ শতাংশ কমাতে পারে কোভিড টিকার বুস্টার ডোজ।

ড. রচেলে ওয়ালেনস্কি বলেন, ইসরায়েলে গবেষণাটি যখন চালানো হয় সেখানে করোনার ডেলটা ভ্যারিয়্যান্টের প্রাধান্য ছিল। আমরা আশা করছি, ওমিক্রনে আক্রান্তদের বেলায়ও যেন একই ধরনের সুরক্ষা মেলে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও বুস্টার ডোজ টিকা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে সিডিসির বিশেষজ্ঞ প্যানেল। ১২ থেকে ১৭ বছর বয়সিদের দুই ডোজ দেওয়ার অন্তত পাঁচ মাস পর বুস্টার হিসেবে ফাইজার-বায়োএনটেকের এক ডোজ টিকা দেওয়ার কথা বলছে সিডিসি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) জরুরি ব্যবহারের অনুমোদনের ভিত্তিতে ফাইজারের ওই টিকা ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিডিসি।