বেথলেহেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

Looks like you've blocked notifications!
অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহর। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারীর মৃত্যু হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হুসান শহরের দক্ষিণে এক সন্দেহভাজন নারী তাঁদের কাছাকাছি এলে সেনারা প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে ওই নারীর শরীরের নিম্নাংশে গুলি চালায়। গুলিতে ৪০ বছর বয়সী ওই নারীর ধমনি ছিঁড়ে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

এর আগে, ইসরায়েলি সেনারা তেল আবিবে হামলা চালানোর অভিযোগে সন্দেহভাজনদের গ্রেপ্তারে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে নতুন করে অভিযান শুরু করে। সেই অভিযানে শনিবার জেনিনের এক শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিবের একটি জনপ্রিয় নাইট ক্লাব এলাকায় জেনিনের এক ব্যক্তি তিন ইসরায়েলিকে হত্যা ও এক ডজনেরও বেশি ইসরায়েলি নাগরিককে আহত করার পর এই সামরিক অভিযান চালানো হয়।