ব্রাজিলে পৌঁছাল ভারতের দেওয়া ২০ লাখ ডোজ করোনার টিকা

Looks like you've blocked notifications!
ব্রাজিলের সাও পাওলোতে শুক্রবার অবতরণ করে ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার চালানবাহী ফ্লাইট। ছবি : সংগৃহীত

ভারতের কাছ থেকে স্থানীয় সময় গতকাল শুক্রবার নভেল করোনাভাইরাসের টিকার ২০ লাখ ডোজ হাতে পেয়েছে ব্রাজিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে পর্যাপ্ত টিকার সংকটে ভুগছে লাতিন আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিল। বিশেষজ্ঞেরা বলছেন, ভারতের পাঠানো টিকাতেও সংকট খুব একটা কাটবে না। দেশটি গতকাল ভারতের পাঠানো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকার ২০ লাখ ডোজ হাতে পেয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারত থেকে সাও পাওলোয় আসে। এসব টিকা রিও ডি জেনিরোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ফিওক্রুজ ইনস্টিটিউটে পাঠানো হবে। ব্রাজিলে করোনার টিকা উৎপাদন ও সরবরাহের দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠানটি।

তবে ব্রাজিলের গণস্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলছেন, ২১ কোটি মানুষের দেশ ব্রাজিলে টিকা সংকটের মধ্যে ভারতের পাঠানো ২০ লাখ ডোজ দিয়ে টিকার ঘাটতির খুব সামান্যই পূরণ হবে।

সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধমূলক ওষুধবিজ্ঞানের অধ্যাপক মারিও শাফার এপিকে বলেন, সাও পাওলোর গবেষণা প্রতিষ্ঠান ভুটানটান এবং ভারতের দেওয়া টিকা মিলেও পর্যাপ্ত ডোজ নেই। ব্রাজিল কীভাবে আরো টিকা পাবে তা স্পষ্ট নয়।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এপ্রিলের মধ্যে চার কোটি ৬০ লাখ ডোজ করোনার টিকা সরবরাহ করার কথা রয়েছে ভুটানটানের। এ মাসের শেষ  নাগাদ চীন থেকে টিকা তৈরির পাঁচ হাজার ৪০০ লিটার উপাদান আমদানির অপেক্ষায় রয়েছে কোম্পানিটি। এই উপাদান দিয়ে পাঁচ কোটি ৫০ লাখ ডোজ টিকা উৎপাদন সম্ভব বলে জানিয়েছে তারা।

অন্যদিকে, ফিক্রুজ ইনস্টিটিউট ফেব্রুয়ারি থেকে ১০ কোটি ডোজ টিকার সরবরাহ শুরুর কথা রয়েছে। বছরের শেষভাগে আরো ১১ কোটি ডোজ টিকা সরবরাহ করার কথা জানিয়ে রেখেছে ফিক্রুজ।