ব্রিটিশ পুলিশ কর্মকর্তার নজিরবিহীন কুকর্ম ফাঁস, চাকরিচ্যুত

Looks like you've blocked notifications!
সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বিবিসিতে প্রকাশিত ছবি

ব্রিটিশ এক পুলিশ কর্মকর্তার ভয়াবহ কুকর্মের কথা ফাঁস করলো দেশটির মেট্রোপলিটন পুলিশ বিভাগ। তারা জানিয়েছে, ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ত্রধারী ওই পুলিশ কর্মকর্তা ভয় দেখিয়ে ১২ নারীকে বারবার ধর্ষণ ও তাদের ওপর অস্বাভাবিক যৌন সংহিসতা চালিয়েছেন। খবর বিবিসির।

৪৮ বছর বয়সী পুলিশ কর্মকর্তার নাম ডেভিড ক্যারিক। ইতোমধ্যে ২৪ বার ধর্ষণের মতো অপরাধ সংগঠনের কথা স্বীকার করেছে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত ক্যারিক।

সংবাদ মাধ্যম বিবিসি আরও জানায়, ডেভিড ক্যারিকের বিরুদ্ধে দুই যুগ ধরে করা মোট ৪৯টি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

ধর্ষিতাদেরকে নিজের বহন করা অস্ত্রের মাধ্যমে ভয় দেখাতেন ক্যারিক। শুধু তাই নয়, নির্যাতিতরা কি ধরনের অন্তর্বাস পরবে, কোথায় ঘুমাবে, তাও স্থির করতেন এই পুলিশ কর্মকর্তা।

এমনকি, তাদেরকে তাদের সন্তানদের সঙ্গে কথা বলার অনুমতিও দিতেন না ক্যারিক। নির্যাতিতদের অধিকাংশ ক্যারিকের নিজের শহর হার্ডফোর্ড শায়ারের বলে জানা যায়।

ব্রিটিশ নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে পুলিশের সহকারি কমিশনার বারবারা গ্রে বলেন, ‘ব্রিটিশ পুলিশের ইতিহাসে এটি নজিরবিহীন এক ভয়ঙ্কর ঘটনা।’