ভারতে ট্রাকচাপায় তিন নারী কৃষকের মৃত্যু

Looks like you've blocked notifications!
ভারতের রাজধানী নয়াদিল্লির টিকরি সীমানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন নারী কৃষকের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির টিকরি সীমানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন নারী কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটির পর থেকে ট্রাকটির চালক পলাতক রয়েছে। টিকরি সীমান্তে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে কৃষকদের চলমান বিক্ষোভে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গেল ১১ মাস যাবত দেশটিতে বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে আন্দোলন করছেন পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশের কৃষক শ্রেণির লোকজন। সেই বিক্ষোভে অংশগ্রহণের জন্য টিকরি এলাকায় গিয়েছিলেন পাঞ্জাবের ওই তিন নারী কৃষক।

গতকাল বুধবার বাড়ি ফেরার পথে তারা অটোর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে পড়ে। এতে ট্রাকের তলায় পড়ে পিষ্ট হয়ে যান ওই তিন নারী কৃষক।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে প্রাণ হারান আরও একজন। এ ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

উল্লেখ, নিহত ওই নারী কৃষকরা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। তাঁরা নিয়মিত টিকরি সীমানায় এসে কৃষকদের অবস্থান কর্মসূচিগুলোতে অংশ নিতেন।